গোয়াইনঘাটে প্রভাবশালী চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ!

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

গোয়াইনঘাটে প্রভাবশালী চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ!

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলালের বিরুদ্ধে ৪১ জন হতদরিদ্র নারীরা চাল আত্মসাতের অভিযোগ করেছেন। তারা জানান, দুস্থ নারী উন্নয়ন কর্মসূচি-ভিজিডির আওতায় চলতি বছরের জুন মাসের চাল চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। রবিবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে এই দুস্থ নারীরা তাদের নামের কার্ড ও বরাদ্দের চালের দাবিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বরাবরে অভিযোগ করেন ।

Manual8 Ad Code

জানা যায়, চলতি ২০২১-২০২২ অর্থ বছরে দুই বছর মেয়াদে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) উপকারভোগীদের মধ্যে ৩০ কেজি করে চাল দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে। এই কর্মসূচি গ্রামীণ দুস্থ নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বাস্তবায়িত একটি অন্যতম সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। যা সম্পূর্ণরূপে দুস্থ পরিবার বিশেষত নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে।

Manual2 Ad Code

উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর সূত্র জানায়, এবার অনলাইনের মাধ্যমে ভিজিডির আবেদন গ্রহণ করা হয়েছিল। এতে ইউনিয়নে চলতি চক্রে ৮০টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। যার মাধ্যমে ভিজিডি কার্ডধারী উপকারভোগী নারীদের মাসিক ৩০ কেজি প্যাকেটজাত খাদ্য (চাল) সহায়তা দেওয়া হয়ে থাকে।

এদিকে, ৪১ জন নারী অভিযোগে জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই চাল প্রদান শুরু হয়। কিন্তু তাদের নামে কার্ড থাকলেও ইউপি চেয়ারম্যান বিষয়টি গোপন রেখে জুন মাসের ৩০ কেজি করে মোট ২ হাজার ৪০০কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

Manual4 Ad Code

এই নারীরা আরও জানান, তারা তালিকা নিয়ে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল কাছে গেলে তিনি বলেন, ‘তোমাদের নামে বরাদ্দ নেই।’ তাই তারা বাধ্য হয়ে বিষয়টি লিখিতভাবে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের কাছে অভিযোগ করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, ‘গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তদন্তের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। যার নামে কার্ড বরাদ্দ হয়েছে, নীতিমালা অনুসারে তিনিই চাল পাবেন। জনপ্রতিনিধির কাছে কার্ড রাখার কোনও নিয়ম নেই। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলালের বিরুদ্ধে ৪১ জন হতদরিদ্র নারী ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ করেছেন। তারা জানান, দুস্থ নারী উন্নয়ন কর্মসূচি-ভিজিডির আওতায় চলতি বছরের জুন মাসের চাল আত্মসাৎ করা হয়েছে। অভিযোগটি পাওয়ার পর পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট থেকে হতদরিদ্র নারীদের ভিজিডির কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত কার্ডে জুন মাসে চাল বিতরণের কোন তথ্য না থাকায় প্রাথমিক ভাবে অভিযোগটির সত্যতা পাওয়া গেছে। তার পরও বিষয়টি অধিকতর তদন্তের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..