সিলেটে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনা ১৯টি: নিহত ২১

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

সিলেটে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনা ১৯টি: নিহত ২১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেটে গত এক মাসে (আগস্ট) সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৯ টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক ভিত্তিতে দেওয়া নিয়মিত বিজ্ঞপ্তির অংশ হিসেবে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্ট মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ৯৬১ জন আহত হন। এর মধ্যে সিলেট বিভাগে ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত হন।

Manual5 Ad Code

বিভাগ ভিত্তিক পরিসংখ্যান অনুসারে, সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। আর সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে। ঢাকা বিভাগে ১২৭টি (২৭ দশমিক ৭২ ভাগ) দুর্ঘটনায় প্রাণ হারান ১৪২ জন (২৭ দশমিক ৩৬ ভাগ)। সিলেট বিভাগে ১৯টি (৪ দশমিক ১৪ ভাগ) দুর্ঘটনা ২১ জন (৪ দশমিক ৪ ভাগ) নিহত হন। তবে সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলায় দুর্ঘটনায় কেউ মারা যাননি। বাকি তিনটি জেলাতেই গত মাসে প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে আগস্ট মাসে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭২ জন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮ দশমিক ১১ শতাংশ। একই সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় আট জন নিহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..