সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: মনোনয়ন দাখিলের আগেই শুরু হয়ে গেছে সুনমগঞ্জে বইতে শুরু করেছে জেলা পরিষদের নির্বাচনী হাওয়া। লবিং ও গ্রুপিং শুরু হয়েছে চেয়ারম্যান পদের প্রার্থীতা নিয়ে। বিশেষ করে শাসক দল আওয়ামী লীগের প্রার্থতা নিয়ে চলছে তোড়জোড়। প্রার্থীরা মনোনয়ন লাভের আশায় শুরু করেছেন উপর মহলে দৌড়ঝাপ। এতে পুরুষ প্রার্থীর পাশপাশি নারী প্রার্থীরাও বসে নেই। নারী ক্ষমতায়নের এ যুগে দেশ ও সমাজ সেবায় অনেকটা এগিয়ে রয়েছেন নারী সমাজ। আর এর অংশ হিসেবে আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সরকার দলের প্রার্থী হতে চান বিশিষ্ট শিক্ষাবিদ, নারী সংগঠক ও রাজনীতিবিদ চঞ্চলা রাণী দাস। চঞ্চলা রাণীর বাড়ি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের টাইলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত অভিমূনৎ দাসের কন্যা ও শ্রীপদ রঞ্জন দাসের স্ত্রী। শিক্ষা জীবনে চঞ্চলা রাণী ইংল্যান্ড থেকে গ্রাজুয়েশন করেছেন এবং লন্ডন কমিউনিটি ক্লিনিক থেকে নার্সিং এ ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক অঙ্গনে চঞ্চলা রানী দাস বাংলাদেশ আওয়ামী কর্মজীবি লীগের সহ-মহিলা সম্পাদিকার দায়িত্ব পালন করেন এবং পরবতীতে তিনি যুবমহিলা লীগের সভাপতির দায়িত্বে আছেন। রাজনীতির পাশপাশি তিনি বর্তমানে আর.কলারড লিমিটেড-এ যবও করছেন।
আসন্ন জেলা পরিষদ তিনি সরকার দল আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশা করে এ প্রতিবেদককে জানান, অবহেলিত জনপদ সুনামগঞ্জ এবং সুনামগঞ্জে অবহেলিত মানুষের জীবনমান উন্ননের ব্রতী নিয়ে আসন্ন সুনাপমগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। জেলা পরিষদ নির্বাচনের সম্মানিত ভোটার জনপ্রতিধিদের অনুপ্রেরণা পেয়ে এ পদে প্রার্থী হয়ে সরকার দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। তাকে মনোয়ন দিলে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সরকার দল আওয়ামী লীগ বিজয়ী হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর। ভোট চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে।
নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ রিটার্নিং কর্মকর্তার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার-জেলা নির্বাচন অফিসার।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd