গোয়াইনঘাটের সোনারহাট রাস্তা যেন মরণ ফাঁদ

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২

গোয়াইনঘাটের সোনারহাট রাস্তা যেন মরণ ফাঁদ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সোনারহাট রোড। প্রতিদিন এ পথে দেশি-বিদেশি পর্যটক যাতায়াত করেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন এই রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পরেও রাস্তাটি মেরামত হয়নি। ফলে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট যেতে পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় অর্ধ লক্ষাধিক বাসিন্দাও এ কারণে পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

সরেজমিনে জানা গেছে, সোনারহাট রাস্তার গোয়াইনঘাট সরকারী কলেজ থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তার মেরামত কাজ শুরু হয় চলতি বছর ফেব্রুয়ারি মাসে। ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধানে শাওন এন্টারপ্রাইজ কাজটি শুরু করে। কাজটি যথাসময়ে শেষ হয়নি। এর মধ্যে বন্যা হলে রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। এরপরই মূলত দুর্ভোগের শুরু। এলাকাবাসীর অভিযোগ বন্যার পানি নামার আড়াই মাস পরেও ঘুম ভাঙেনি সংশ্লিষ্ট দপ্তরের।

Manual4 Ad Code

এ রাস্তায় প্রতিদিন যাতায়াত করেন কারী আব্দুর রহমান। তিনি বলেন, বন্যার পর থেকে এই রাস্তা দিয়ে মালামাল পরিবহন করা যাচ্ছে না। এতে বাজারগুলোতে পণ্যের সংকট দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, রোগী পরিবহণ করা সম্ভব হচ্ছে না।

Manual7 Ad Code

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমরা স্বেচ্ছাশ্রমে রাস্তা যান চলাচলের উপযোগী করতে চাই, তাতেও বাধা রয়েছে। কারণ ঠিকাদার কাজ করছে। আজ না কাল কাজ শুরু হবে বলে এলাকাবাসীর উদ্যোগ থামিয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, গত ১ আগস্ট এলাকার শিক্ষার্থীরা রাস্তা মেরামতের জন্য মানববন্ধন করেছেন, তবুও টনক নড়েনি প্রশাসনের।

Manual6 Ad Code

অন্যদিকে রাস্তাটি মেরামতের ব্যাপারে বরাবরের মতোই আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে কাজ ধরা হবে’। তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান ২৫ লাখ টাকা বিল উঠিয়ে নিয়েছে বলেও জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবীর বলেন, ৩৮ কোটি টাকার একটি প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়েছে। ভাঙা রাস্তাঘাটগুলো আগে সংস্কার করা হবে।

Manual8 Ad Code

তবে সোনারহাট রাস্তা সংস্কারের কাজ কেন বন্ধ রয়েছে এর সঠিক কারণ বলতে পারেননি তিনি। আশ্বাস দিয়ে বলেন, ‘খোঁজ নিয়ে কাজ শুরুর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..