সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জে ২৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার কাটা গাঙের পশ্চিম পাড় নামক স্থান থেকে মদের চালান নিয়ে যাওয়ার সময় চার মাদক কারবারিকে ধাওয়া করেন কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জনার্দন তালুকদার। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে সবাই পালিয়ে গেলেও মোঃ আতাউর (৪০) নামে একজনকে আটক করেন।
আটককৃত ব্যক্তি উপজেলার পুটামার গ্রামের বশির মিয়ার পুত্র। পলাতক মাদক ব্যবসায়ীরা হচ্ছেন চাতলপাড় গ্রামের জৈনুদ্দিন(৪০) বতুমারা গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র মুজিব(৩২) ও একই গ্রামের রইল আলীর পুত্র রিয়াজ উদ্দিন (২৫)।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ২৫৫ বোতল অফিসার চয়েজ ও ২২ বোতল এসি ব্ল্যাক মদ রয়েছে।
উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং আটককৃত ব্যক্তি ও পলাতক তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সুকান্ত চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd