কোম্পানীগঞ্জে গাছের ডালে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

কোম্পানীগঞ্জে গাছের ডালে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় ইয়াহিয়া (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার তেলিখাল ইউনিয়নের বিলাজুর গ্রামের রহমত আলীর ছেলে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে গ্রামের একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

Manual5 Ad Code

নিহতের মা আনোয়ারা বেগম জানান, আমার ৩য় ছেলে ইয়াহিয়া। প্রতিদিনের মতো গতকাল (২৯ আগস্ট) সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেনি। সকাল ৬ টায় গ্রামের মোহনা (৮) নামে এক ছোট মেয়ে আমাদেরকে জানায় ইয়াহিয়া গাছের সাথে ঝোলানো। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে ইয়াহিয়া আমাদের বাড়ির দক্ষিণ দিকে আধা কিলোমিটার দূরে গাছের ডালের সাথে ফাঁস লাগানো।

Manual8 Ad Code

তিনি আরও জানান- আমার জানামতে ইয়াহিয়ার কারো সাথে কখনো ঝগড়া বিবাদ হয়নি।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবার জানিয়েছে কারো প্রতি কোন সন্দেহ নাই, সে আত্মহত্যা করেছে। আমরা লাশের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর অন্য কোন কিছু থাকলে সেটা জানা যাবে।

Manual2 Ad Code

এখন একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..