সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বেরকুড়ি গ্রামের শাহাব উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় শাহাব উদ্দিনের পিতা নিহত হয়েছেন। কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনুর জামাতা শাহাব উদ্দিনের চাচা সাইফুর রহমানের নির্দেশে ২১/১০/২০২১ ইং এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বেরকুড়ি গ্রামের প্রদীপ ঘোষের মেয়ে চম্পাকে গণধর্ষনের পর হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় শাহাব উদ্দিনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার বাড়ীতে হামলা চালানো হয়। তাকে না পেয়ে সন্ত্রাসীরা তার বাড়িতে ভাংচুর করে পরিবারের সদস্যদের মারধর করে। পরে বাড়িতে অগ্নিসংযোগ করে। শাহাব উদ্দিনের বৃদ্ধ পিতা মোহাম্মদ রুশমত আলী অসুস্থ এবং প্যারালাইজড রোগী। সন্ত্রাসীরা তাকেও মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শাহাব উদ্দিনের পরিবার থেকে অভিযোগ করা হয়, শাহাব উদ্দিনের সহায় সম্পদ আত্মসাৎ করার জন্য আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনুর জামাতা শাহাব উদ্দিনের চাচা সাইফুর রহমান বিভিন্ন ধরনের পায়তারা করে আসছেন। সরকার দলীয় ছাত্রছায়ায় সাইফুর রহমান নিরীহ শাহাব উদ্দিনের সহায় সম্পদ লুট করতে চান। অন্যদিকে চম্পা হত্যার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী হওয়ায় শাহাব উদ্দিনকে হত্যা করার উদ্দেশ্যে সাইফুর রহমান ও তার বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল তার বাড়িতে হামলা চালানো হয়। এমতাবস্থায় শাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বড়ই নিরাপত্তাহীনতা ও প্রাণ নাশের শংকায় রয়েছেন।
এ ব্যাপারে একটি অভিযোগের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd