দোয়ারাবাজারে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি : নিখোঁজ ২

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২

দোয়ারাবাজারে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি : নিখোঁজ ২

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে মান্নারগাঁও রুটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় অর্ধশত যাত্রী ছিলেন বলে জানা গেছে। নিখোঁজ ২। বাকী যাত্রীরা সাঁতরে তীরে উঠেছেন।

Manual5 Ad Code

শুক্রবার রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলা সদরের ঘাট থেকে মান্নারগাঁও রুট ধরে নৌকাটি আজমপুর ঘাটে যাচ্ছিল। রাত ৮:৩০ শের দিকে যাত্রীবাহী ট্রলারের সাথে বালুবাহী বাল্কহেড ট্রলারের সংঘর্ষে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নদীতে পড়ে ডুবে যায়। বেশীর ভাগ যাত্রীরা সাঁতরে তীরে উঠেলেও, নিউজ লিখা পর্যন্ত ৩বছরের একজন শিশু ও ৪০বছরের একজন যুবক নিখোঁজ রয়েছে। সেই সাথে যাত্রীদের ৩টি মোটরসাইকেল ও ট্রলারটি নদীর পানিতে ডুবে গিয়েছে বলে জানা যায়।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জের হবতপুরের এখলাছুর রহমান বলেন, ‘দোয়ারাবাজার খেয়া ঘাট থেকে মোটরসাইকেলসহ আমরা তিন বন্ধু নৌকায় উঠি। আজমপুর ঘাটের কাছাকাছি এলে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

Manual5 Ad Code

খবর পেয়ে তাৎক্ষণিক দোয়ারাবাজার ফায়ার সার্ভিসের ১টি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি কয়েকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি চলমান রয়েছে।

এদিকে, মুহিবুর রহমান মানিক এমপির নির্দেশনায় দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ ঘটনাস্থলে উদ্ধারকার্যে নেতৃত্ব দিচ্ছেন বলে জানা যায়।

দোয়ারাবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্ট্রেশন লিডার নুরুল ইসলাম জানান- এখন পর্যন্ত একজন শিশু ও একজন যুবক নিখোঁজ রয়েছেন। তাছাড়া রাতের অন্ধকারে এই দূর্ঘটনা ঘটায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশংকা করা যাচ্ছে।

ক্রাইম সিলেট/রায়হান

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..