সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খাঁনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: মাহবুুবর রহমান ভূইঁয়া।
সোমবার ভোর রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সোস্যাল মিডিয়ায় পরিচালকের নজর কাড়েন ক্রাইম সিলেট সম্পাদক মো. আবুল হোসেন। এক পোস্টের মাধ্যমে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কাছে আবেদন জানান।
এ আবেদনে তাৎক্ষনিক সাড়া দিয়ে মানবিক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: মাহবুুবর রহমান ভূইঁয়া আজ সোমবার (১৫ আগস্ট) সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে দেখতে তার শয্যাপাশে যান এবং তিনি তারা চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিজ কাঁধে তোলে নেন। পরিচালকের এই মানবিকতা সাংবাদিক মহল ও সুশীল সমাজের অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য : সাংবাদিক আব্দুল বাছিত খাঁন গত শনিবার (১৩ আগস্ট) চা শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দ্রুত নিয়ে আসা হয় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানেও শরীরের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্বায়িত্বরত চিকিৎসক রেফার্ড করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd