সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আওয়ামীলীগ নেতা গয়াছ হত্যা মামলার ১০ আসামির জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের পার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট গিয়াস।
আটককৃত আসামিরা হচ্ছেন, বরুনী গ্রামে আমির আলী, সাদ্দাম হোসেন, রফু মিয়া, আজাদ মিয়া, রুবেল আহমদ, জুয়েল আহমদ, লিটন মিয়া, ময়না মিয়া, ফারুক ও এলাইছ মিয়া। মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ মে রাতে পীরের বাজার থেকে বরুনী গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন নিহত শেখ গয়াছ মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। প্রায় ৭দিন চিকিৎসাধীন থাকার পর ৩জুন শুক্রবার সকালে তিনির মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ২০জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে মাজেদ আহমদ (২৩)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd