বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষক লীগ -বিশ্বনাথে শফিক চৌধুরী

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২২

বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষক লীগ -বিশ্বনাথে শফিক চৌধুরী

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দূর্নীতি-লুটপাটের দল বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। বিএনপি-জামায়াত তাদের আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করার পাশাপাশি দূর্নীতিতে ৫ বার দেশকে চ্যাম্পিয়ন করেছে।

Manual3 Ad Code

আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদানের পাশাপাশি প্রায় ৭০% ভ‚র্তকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার সুযোগ দিয়ে কৃষকদের ব্যাপক উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিশ্বের অনেক দেশ উন্নয়নের মডেল হিসেবে গন্য করছে। তাই দেশে সর্বস্তরের কৃষকদের ব্যাপক উন্নয়নের জন্য কৃষক লীগের নেতাকর্মীদেরকে আরো বেশি করে কাজ করতে হবে।

Manual8 Ad Code

তিনি সোমবার (৩০ মে) সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মাসেতুসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে দেখে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের গাত্রদাহ (জ্বলাপুড়া) শুরু হয়েছে।

তাই তারা সরকারের উন্নয়ন নিয়ে গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আর তাদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগই যতেষ্ট।

Manual3 Ad Code

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে সম্মেলন বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন।

উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুলের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহ আহমদুর রহমান, প্রচার সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, মৎস্য বিষয়ক সম্পাদক শামীম কবির, সদস্য আব্দুর সবুর সুজা, মহানগর কৃষক লীগের সদস্য শেখ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাবেক সদস্য আছাব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিক লীগের আহবায়ক আজাদুর রহমান।

বক্তব্য রাখেন পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ, লামাকাজী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুক উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন, অলংকারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাওছার চৌধুরী, রামপাশা ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি আজিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কমরু মিয়া, দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, দশঘরর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আকবর আলী।

Manual7 Ad Code

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সোরাব আলীকে সভাপতি ও এম এ হান্নান বদরুলকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করে উপজেলা কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করে নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানে আওয়ামীলীগ ও কৃষকলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2022
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..