সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২২
জৈন্তাপুর প্রতিনিধিঃসিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মাঝে প্রবাসীদের নগদ অর্থ সহায়তা প্রদান।
গতকয়েক দিনের ভারি বর্ষণ পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন উপজেলার ঘাটেরচটি গ্রামের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীগণ।
২৩ মে সোমবার ৮০টি পরিবারের মাঝে ৪০ হাজার টাকা নগদ অর্থ সহায়ত নৌকা যোগে পানি বন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন আমাদের প্রবাসী ভাই বন্ধুগণ জৈন্তা মায়ের যে কোন দুর্ভোগে সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গত কয়েক দিনের ভারি বর্ষণ উপজেলার ৬টি ইউনিয়নের অধিকাংশ গ্রামই অকাল বন্যায় তলিয়ে যায় এতে করে মানুষ অতি কষ্টে দিনযাপন করছে। আমরা কয়েকজন মিলে আমাদের গ্রামের প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে বানভাসি মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানাই তাতে সাড়া দিয়ে এগিয়ে এসেছে আমাদের এলাকার প্রবাসীগণ, মানুষের এই কষ্টের সময়ে তাদের কিছুটা হলে উপকার হবে। আমরা এলাকা বাসীর পক্ষে থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যারা এ মানবিক কাজে এগিয়ে এসেছেন। আশা এ ধরনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়নের সমাজ সেবক আকমল হোসেন চৌধুরী, হাফেজ আব্দুল মুছব্বির ফরিদ, প্রবাসী অলিউর রহমান,মোক্তার আলী,ইউপি সদস্য শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য শাবানা বেগম,সাংবাদিক জাহিদুল ইসলাম, তরুণ সমাজ সেবক জাকারিয়া ও প্রবাসী তাজউদ্দিন রেজা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd