গোলাপগঞ্জে বলাৎকারের অপবাদ দিয়ে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

গোলাপগঞ্জে বলাৎকারের অপবাদ দিয়ে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বলাৎকারের অপবাদ এনে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি পর পুলিশে দিল জনতা। অভিযুক্ত ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন (৫০) গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালকের দায়িত্বে রয়েছেন।

Manual4 Ad Code

শিশুটির পরিবার জানায়, এরপূর্বে গত মার্চে ঐ শিক্ষার্থীকে বলাৎকার করেন অভিযুক্ত মাওলানা ফয়েজ উদ্দিন। পরবর্তীতে গত শনিবার সর্বশেষ আবারো জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন তিনি। এরপর মাদ্রাসা ত্যাগ করে চলে যায় সেই ছাত্র। পরের দিন মাদ্রাসায় যেতে অনীহা দেখালে তার পরিবার কেন মাদ্রাসায় যাবে এবিষয়ে জানতে চায়, পরে সে তাদের কাছে ঘটনা খুলে বলে। শিক্ষার্থীর পরিবার বিষয়টি পরের দিন রবিবার (২২মে) স্থানীয়দের বলেন, রাতেই স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে থানায় সোর্পদ করে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানায়, মাদ্রাসা কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছে। একপক্ষ মাদরাসার পরিচালকের বিরুদ্ধে চলে গেছে। এর সূত্র ধরে নিরুহ শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তোলে দেয়। কারণ মাদ্রসা শিক্ষক এখানকার স্থানীয় না। যার ফলে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ভয়ে কেউ কোন প্রতিবাদ করার সাহস পায়নি। পুলিশের সঠিক তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, এই ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2022
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..