ফেনসিডিলের বড় চালানসহ গোয়াইনঘাটের দুই মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

ফেনসিডিলের বড় চালানসহ গোয়াইনঘাটের দুই মাদক কারবারী গ্রেফতার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার চিহিৃত দুই দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৯ এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ মে) সিলেটের ওসমানীনগর থানাধীন ২নং সাদিপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজার উত্তর পাশে অভিযান পরিচালনা করে ৫৯১ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক’সহ এই চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, গোয়াইনঘাট থানাধীন পূর্নানগর এলাকার বাসিন্দা মৃত আঃ ছালেক এর ছেলে মোঃ গোলাম কিবরিয়া ছালেক (৫০), একই গ্রামের বাসিন্দা মোঃ সামছুদ্দিন এর ছেলে মহিবুর রহমান (৩০)।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বিশাল চালান সিলেটের ওসমানীনগর এলাকা দিয়ে রাতের কোন এক সময় নিয়ে যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ওসমানীনগর শেরপুর টোল প্লাজার উত্তর পাশে সিলেট টু ঢাকাগামী রাস্তার উপর একটি ট্রাক তল্লাশীকালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ফেন্সিডিল ব্যবসায়ীদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা অবৈধ ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহন যোগে মাদক পরিবহনের কাজ করত। সংগ্রহকৃত ফেন্সিডিল ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী চক্র সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2022
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..