সিলেটে ১৭ মণ্ডপে হামলা: ৮ মামলায় আসামি ১৬শ’, গ্রেপ্তার ২১

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১

সিলেটে ১৭ মণ্ডপে হামলা: ৮ মামলায় আসামি ১৬শ’, গ্রেপ্তার ২১

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার হামলার জেরে সিলেটের জকিঞ্জের কালিগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে একদল লোক। এতে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। আহত হন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন। এ ঘটনায় সাড়ে ৪ শ’ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

কেবল জকিগঞ্জ নয়, এই ঘটনার জেরে গত বুধ থেকে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগের ৬টি উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপে হামলা, ভাংচুর করা হয়। হামলা করা হয় পুলিশের উপরও। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলা আসামি করা হয়েছে অন্তত ১৬শ’ জনকে। বিপুল সংখ্যক লোককে আসামি করা হলেও এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মাত্র ২১ জনকে।

Manual5 Ad Code

এই তিনদিনে হামলা ও ভাঙচুর করা হয়েছে বিভাগের অন্তত ১৭ টি মণ্ডপ ও মন্দিরে।

সিলেট:
বুধবার রাত জকিগঞ্জে মিছিল থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র গাড়ি ভাংচুর করা হয়।

Manual1 Ad Code

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ, একাধিক পুলিশসদস্যসহ অন্তত ১৫জন আহত হন।

ওই রাতেই জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আমিরুল শিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ৪৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত শুক্রবার সিলেট নগরের আখালিয়ার হালদারপাড়ায় ভাটি বাংলা অগ্রদূত যুব সঙ্গের দুর্গা পূজার মণ্ডপে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। দুপুরে জুমার নামাজের পর স্থানীয় মসজিদ থেকে মিছিল নিয়ে এসে এই হামলা চালায় এক দল লোক।

শনিবার রাতে এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আইনে মামলা দায়ের করেন জালালাবাদ থানার এসআই কাজী জামাল আহমদ। মামলার এজাহারে ৪২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে হাওলাদারপাড়ার ভাটিবাংলা পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের পর রোববার সকাল পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

মণ্ডপের সিসিটিভি ফুটেজ থেকে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন।

হবিগঞ্জ

গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয় পাঞ্জারাই জিকে ওয়াই দাখিল মাদ্রাসার ছাত্ররা। এসময় পুলিশের সাথে সংঘর্ষে সংঘর্ষে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদসহ ২০ জন আহত হন।

এ ঘটনায় নবীগঞ্জ থানার এসআই অমিতাভ বাদী হয়ে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

১২০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

এরআগে বুধবার রাতে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ৫টি পুজামন্ডপে হামলা করা হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

মৌলভীবাজার

বুধবার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার কর্মদা ইউনিয়নের ৩ টি মন্দিরে হামলা হয়। ঘটনার পর ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, পূজামণ্ডপে ভাঙচুর ও হামলার ঘটনায় ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৪ শ’ জনকে আসামী করে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ফজলু মিয়া নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই রাতে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে মুন্সীবাজার ইউনিয়নের মঈডাইল ও কামারছড়া চা বাগান পুজামন্ডপের মূর্তি ভাঙচুর করা হয়। একই সময়ে মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর পুজামন্ডপের ফটক, পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর জগন্নাথ জিওর আখড়া পুজা মন্ডপের ফটক, বৈরাগির চক সার্বজনীন পুজামন্ডপের ফটক এবং মুন্সীবাজার রামপুর সার্বজনীন পুজা মান্ডপের ফটক ও লাইট ভাংচুর করা হয়।

এসব ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়। একটিতে ৭ জনের নামোল্লেখ করে ও অন্যটিতে ১১ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়।

তবে দুই মামলায় এ পর্যন্ত মাত্র দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মইদাইল পূজামন্ডপের হামলা মামলার প্রধান আসামী মাওলানা আব্দুল করিম ও কামারছড়া চা বাগান ম-প হামলা মামলায় অভিযুক্ত তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, আসামিদের বেশিরভাগ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2021
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..