সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে হাতির পাড়া রাস্তার কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৪ জুন) সিলেটের এল জি ইডি’র নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর হরিপুর সহ পার্শ্ববর্তী এলাকার লোকজন একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় এলাকাবাসীর চেষ্টা ও সরকারের সু-নজরে গত বছর হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি মেরামত, কার্পেটিংসহ মাটি ভরাটের টেন্ডার দেওয়া হয়। পরে রাস্তাটি কাজ করা হয় ঠিকই। কিন্তু এই কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। নিম্নমানের কাজ হওয়ায় বর্তমানে এই রাস্তাটি মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাত্র ২৮ দিনের মধ্যে রাস্তার সকল কার্পেটিং উঠে যাচ্ছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি এই রাস্তাটি সরেজমিন তদন্ত করে এবং অনিয়ম-দুর্নীতি কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন তারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd