সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর ওয়ারীর স্বামীবাগের একটি বাসায় প্রেমিককে হত্যার পর লাশ ৫ টুকরা করার ঘটনায় তার পরকীয়া প্রেমিকা শাহনাজ পারভীনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ ওয়ারী থানা পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ওয়ারী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকালে ওয়ারীর কেএম দাস রোডের একটি বাসা থেকে সজীব হাসানের লাশের পাঁচ টুকরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহনাজ পারভীনকে আটক করা হয়েছে। ওই প্রেমিকা এখন থানা হেফাজতে রয়েছেন।
এসআই সাইফুল বলেন, হত্যার কথা স্বীকার করেছেন ওই শাহনাজ। এর পরও হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আজ ওই নারীকে আদালতে তোলা হতে পারে বলে জানান এসআই সাইফুল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd