সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
স্টাফ রিপোর্টার :: কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে সিলেটে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করেন সিলেটের সকল নার্সিং শিক্ষার্থীরা।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স এসোসিয়েশন সিলেট শাখা ও সিলেট বিভাগীয় নার্সেস পরিষদের যৌথ উদ্দোগে মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক সুলেমান বিভিন্ন দাবি তুলে ধরেন।
তারা জানান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না।
এছাড়া ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে গ্রহণের দাবি জানান তারা। তাদের দাবি গুলো হলো- ১ লাইসেন্স পরীক্ষা অবিলম্বে আয়োজন,২ FWV কএ মিডওয়াইফ করা যাবে না, ৩ কারিগরিকে টেকনিশিয়ানদেরকে কারিগরি রাখা লাগবে নার্স করা যাবে না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd