সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক বাজার থেকে একটি গরু চুরি করে পিকআপ ভ্যানে পালানোর সময় ভ্যান চালকসহ দুই গরুচোরকে আটক করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাতক বাজার হাইস্কুল মার্কেট সংলগ্ন এলাকা থেকে চোরাই গরুসহ তাদের আটক করা হয়।
জানা যায়, বাগবাড়ী এলাকার মিলাদ হোসেনের একটি গাভী গরু দিন-দুপুরে চুরি করে পিকআপ ভ্যানে তুলে পালিয়ে যাওয়ার সময় জনতা তাদের আটক করে। খবর পেয়ে ছাতক থানার এসআই ইয়াসিন মিয়া, এসআই আতিকুল আলম, পিএসআই এমদাদুল হক ফোর্সসহ স্থানীয় জনতার সহায়তায় চোরদের আটক করে থানায় নিয়ে যান।
আটককৃত রিপন মিয়া (২৪) উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা লালপুল এলাকার হাদিছ আলীর পুত্র, সজিব মিয়া (২৪) দক্ষিণ সুরমা থানার জালালপুর এলাকার মৃত রফিক মিয়ার পুত্র ও গাড়িচালক জাহাঙ্গীর আলম (৩৫) দোয়ারাবাজার উপজেলার নোয়াগাঁও গ্রামের বোরহান উদ্দিনের পুত্র।
ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd