সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় এসআই হাসানকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পিবিআই। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে থাকাকালিন এসআই হাসান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো পিবিআই যাচাই-বাছাই করার পাশাপাশি আন্যদের কাছ থেকে প্রাপ্ত মিলিয়ে দেখতেছে। হাসান রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেও আদালতে স্বীকারোক্তি দেয়নি। চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত দুইজন এসআই, একজন এএসআই ও দুইজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ লাইন্স থেকে গত ২৯ জানুয়ারি এসআই হাসানকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার করা হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩১ জানুয়ারি তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। আগে রায়হান হত্যার পর হাসানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নজরদারিতে রাখা হয়েছিলো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd