সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ পৌরসভায়। আজ ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
শেষ খবর পাওয়া (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত ভোট গণনা শেষে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (বর্তমান মেয়র) আমিনুল ইসলাম রাবেল ৫৮৫৮ পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলুর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ১১৭৯ ভোট পেয়ে রাবেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলুর ছিলো ৮২৩ ভোট।
অপরদিকে, নৌকার প্রার্থী মো. রুহেল আহমদের ছিলো ৫২৮ ভোট।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd