সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সহিংসতায় জড়িত অস্ত্রধারী ছাত্রলীগ নেতা আ ফ ম সাইফুদ্দিনকে খুঁজছে পুলিশ। বুধবার চসিক নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের পাথরঘাটা এলাকায় একটি গলি থেকে বেরিয়ে সাইফুদ্দিনকে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।
ওই দিন পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির সমর্থকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অস্ত্র হাতে বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর ছাত্রলীগ নেতা সাইফুদ্দিনের গুলি ছোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নজরে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সাইফুদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি।
কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, ‘অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd