প্রতারণা মামলায় জৈন্তাপুরের দাদন ব্যবসায়ী কুতুব আলী কারাগারে

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

প্রতারণা মামলায় জৈন্তাপুরের দাদন ব্যবসায়ী কুতুব আলী কারাগারে

Manual5 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা :: চেক প্রতারণা মামলায় দরবস্তের দাদন ব্যবসায়ী কুতুব আলী জেল হাজতে। ২৪ জানুয়ারী রোববার দাদন ব্যবসায়ী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডাইয়া গ্রামের মৃত ইস্রাক আলীর পুত্র কুতুব আলী সিলেটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজিরা দিলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। আদালতে দাখিলকৃত মামলা সুত্রে জানাগেছে একই গ্রামের সিদ্দেক আলীর পুত্র দরবস্ত বাজারের ব্যবসায়ী বিলাল আহমদের স্বাক্ষরিত ২ টি চেকপাতা পুবালী ব্যাংক দরবস্ত শাখা, হিসাব নং ১৭৪৩১০১০৭৫৯৭১, চেক নং-SB 25 NO- 2438861 ও SB 25 NO- 2438862, গত বছর ০৫-০৯-২০২০ ইং তারিখে বিলাল বাড়ি থেক বাজারে যাওয়ার পথে চেকপাতা দুটি হারিয়ে যায়, অনেক খোঁজাখোজি করে পাননি। পরে বিলাল বাদী হয়ে গত ০৬-০৯-২০২০ইং তারিখে জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন যার নং (২৫৯)। পরে জানতে পারেন বিলাল, দানন ব্যবসায়ী কুতুব আলীর কাছে চেক দুটি রয়েছে। এতে স্থানীয় শালিসগন চেক উদ্ধার করতে একাধিক বার কুতুব আলীর কাছে যান। কিন্তু কুতুব আলী ২লাখ টাকা পাইলে চেক দিবেন বলে জানান। এক পর্যায় কতুব আলী গত ১২-১০-২০২০ইং তারিখে পুবালি ব্যাংক দরবস্ত শাখায় উল্লেখিত চেকে ৯লাখ ৫০ হজার টাকা লিখে টাকা উত্তোলন করতে যান। ব্যাংক ব্যবস্থাপক বিষয়টি পুর্বে অবগত থাকায় সাথে সাথে বিলালকে বিষয়টি অবহিত করেন। বিলাল বিষয়টি অবগত হয়ে ১৩-১০-২০২০ইং তারিখে আদালতে অভিযোগ দায়ের করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2021
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..