সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেটে পথভোলা কিশোরী শাবানার অভিভাবককে খুঁজছে পুলিশ। নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় সিলেট মহানগর দক্ষিণ সুরমা পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, কিশোরী শাবানার কিশোরগঞ্জের ভৈরব থানার চকবাজার এলাকার খিদিরপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তবে একেক সময় সে একেক জায়গার ঠিকানা বলে। পুলিশ জানায়, রাতে দক্ষিণ সুরমার সিলাম চকের বাজারস্থ কয়েছ মিয়ার রেস্টুরেন্টের সামনে রাস্তায় শাবানাকে একা ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে দক্ষিণ সুরমা থানায় নিয়া আসেন। এখন পর্যন্ত শাবানার পরিবারের কেউ বা কোনো আত্মীয়-স্বজনের সন্ধান না পাওয়ায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ভিকটিমের অভিভাবক বা আত্মীয়-স্বজনের সন্ধানে দক্ষিণ সুরমা থানাপুলিশের চেষ্টা অব্যাহত আছে।
ভিকটিম সম্পর্কে সহায়তাদানে দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসারের মোবাইল ফোন নাম্বারে (০১৩২০-০৬৭৬৯৩) যোগাযোগ করতে বলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd