সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: বাংলাদেশ নির্বাচন কমিশন চর্তুথ দফায় আগামী ১৪ ফেব্রুয়ারি দেশের ৫৬টি পৌরসভার নির্বাচনের তপশীল গতকাল রবিবার ঘোষনা করেছেন।
চতুর্থ দফার নির্বাচনে কানাইঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি মনোনয়ন পত্র জমা, মনোনয়ন বাছাই ১৯ জানুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহার ২৬ জানুয়ারি এবং ১৭ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কানাইঘাট পৌরসভার নির্বাচন ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
এদিকে নির্বাচনের তপশীল ঘোষনার পর পৌরবাসীর মধ্যে আনন্দ উদ্বীপনা বিরাজ করছে। ইতি মধ্যে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও বিএনপির একাধিক মেয়র প্রার্থী সহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্রপ্রার্থীরা মাঠ পর্যায়ে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd