সুনামগঞ্জে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

সুনামগঞ্জে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বিয়ে করতে গেলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুয়াইব আহমেদ। এ সময় শত শত লোক ভিড় জমান হেলিকপ্টারে আসা বরকে দেখতে। অবশেষ উৎসুকদের ভিড় সামলাতে পুলিশও আসে।

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া নিজ গ্রাম থেকে শনিবার (২ জানুয়ারি) তিনি হেলিকপ্টারে যাত্রা শুরু করেন।

Manual2 Ad Code

আলোচিত এ বিয়ের কনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামে। কনে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। বর ও কনে উভয়ের এলাকাতেই এ ঘটনায় সাড়া পড়েছে। সিলেট শহরের চন্ডিপুল কুশিয়ারা কনভেনশন হলে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিকেলে এ বিয়ে সম্পন্নের পর বর সুয়াইব আহমেদ হেলিকপ্টারে চড়ে কনে নিয়ে নিজ গ্রামে ফিরে যান।

Manual8 Ad Code

বরের বড় ভাই যুক্তরাজ্যপ্রবাসী জুবায়ের আহমেদ জানান, তারা চার ভাই চার বোনের মধ্যে বর সবার ছোট। তাই আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বরযাত্রা ও কনে নিয়ে আসার আয়োজন করা হয়। ঢাকা থেকে ভাড়া করে হেলিকপ্টার আনা হয়েছিল।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল আজিজ জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। গ্রামবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

Manual2 Ad Code

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছিল। কৌতূহলী ও উৎসুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।

Manual1 Ad Code

আর জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিয়ের খবর জেনেছি তবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা জানি না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2021
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..