সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী মনোজ দেব (৩৮)। তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের মনোরঞ্জন দেব খোকার ছেলে। মনোজ দেব পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
আজ শনিবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তালেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনোজ দেব তালেরতল এলাকায় মহাসড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ- ১১-৭২৩৬) মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ মাইক্রোবাস এবং মোটরসাইকেল উদ্ধার করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd