সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার নব-যোগদানকৃত নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বরণীয় সংবর্ধনা ও উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেবকে অবসরজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়েছে।
এলজিইডি কনন্ট্রাষ্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশন গোয়াইনঘাট শাখার উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।
এলজিইডি কনন্ট্রাষ্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপ কান্তি দে বোধন এর পরিচালনায় ও এসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফুল হক এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
এলজিইডি কনন্ট্রাষ্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ নব-যোগদানকৃত নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বরণীয় সংবর্ধনা প্রধান করেন এবং উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেবকে অবসরজনিত কারণে তাকে বিদায়ী সংবর্ধনা প্রধান করেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের নেতা ফারুক আহমদ, সিরাজ উদ্দিন, আবুল খায়ের, উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান মিয়া, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ ও সাংবাদিক সুবাস দাস সহ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, এলজিডি কন্টাকটার ওয়েলফেয়ার এসোসিয়েশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এ ধরনের ধারাবাহিকতা ভবিষ্যতে যাতে বজায় থাকে সেজন্য কনন্ট্রাষ্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
স্বাগত বক্তব্যে এসোসিয়েশনের নেতারা বলেন, একজন ভাল প্রকৌশলীকে আমরা বিদায় দিলাম। এসময় প্রকৌশলী রাসেন্দ্র কুমার দেবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেব বলেন, গোয়াইনঘাট এলজিইডি কনন্ট্রাষ্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভালোবাসা কখনো ভুলতে পারবো না। আমি সংগঠনের সকল নেতৃবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনাদের সততা ও দক্ষতা অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd