সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটের সীমান্তপথ ব্যবহার করে অবৈধপথে ভারতে যেতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১জন আটক করেছে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাদেরকে পূনরায় পুলিশি পাহারায় সোমবার (১৪ ডিসেম্বর) রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। ওইদিন সকাল ৭টারদিকে জরুরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে ফোন পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই শিপুল চৌধুরী তাদেরকে কদমতলী এলাকা থেকে আটক করেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের।
তিনি সিলেট ভিউকে জানান, জরুরী সেবা থেকে ফোন পেয়ে পুলিশ দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে নারী,পুরুষ,শিশুসহ ১১জন রোহিঙ্গাকে আটক করে। এরপর আদালতের নির্দেশে তাদেরকে সোমবার রাতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফের পাঠানো হয়। তারা ভারতে যাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সিলেটে আসে।
আটককৃতরা হচ্ছে, কক্সবাজার উখিয়া থানাধীন ২১নং ক্যাম্পের ৩নং ষ্টেশনের চাকমারকুল পালংখালীর মৃত নুর আহমদের ছেলে সুরত আলম (২৮), ২নং ক্যাম্পের এ ব্লকের ১১নং এর বালুখালি হাসিমের ছেলে মোহাম্মদ আলম (১৮), এফ ব্লকের ২নং ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে আজিজুর রহমান (১৯), একই ব্লকের আজিজুর রহমানের স্ত্রী আসিক আরা (১৯), ৩নং জে ব্লকের ২নং ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে কালিমা (১৮), ১৫নং ব্লকের ১নং ক্যাম্পের নূরে আলমের স্ত্রী জামালিদা (১৯), ১০নং ব্লকের ২নং ক্যাম্পের ছালামতের স্ত্রী হাসিনা বেগম (২৫)। এছাড়াও আটক করা হয় লাম্বাশিয়া কুতুপালংয়ে ২নং ক্যাম্পের ১০নং ব্লকের ছালামত ও হাসিনা বেগম দম্পতির সন্তান জমিলা (৯), রমিদা (৮), রজিদা (৫), মো: জাবেদকে (৩)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd