সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সিসিক’র পাঁচ কাউন্সিলরের বন্যপাখির মাংসে নৈশভোজের ঘটনার পর এবার বন্যপ্রাণী আইন অমান্য করে বিভিন্ন হোটেলে পাখির মাংস বিক্রি করার অপরাধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গত শুক্রবার সিলেট সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলরের বন্যপাখির মাংসে নৈশভোজের কারণে নিন্দার ঝড় উঠে। একই সাথে বন্যপ্রাণী সংরক্ষনে স্থানীয় প্রশাসনের ব্যর্থতাও অনেকে তুলে ধরেন। এরই প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করেছে বলে জানা যায়। এ সময় তিনি হরিপুর বাজারস্থ তারু মিয়া হোটেল ও এর পাশের একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে সেখানে রাখা বন্য পাখির মাংস উদ্ধার করেন। অভিযান পরিচালনাকালে তিনি পাখির মাংস বিনষ্ট করেন এবং পাখির মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনি বাজারের আরও কয়েকটি খাবারের দোকানে অভিযান পরিচালনা করলেও সেসব দোকানে পাখির মাংস পাওয়া যায়নি।
পাখির মাংস বিক্রি করা থেকে বিরত থাকার জন্য হোটেল মালিকদের সর্তক করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরবর্তীতে যদি কোনো হোটেল/রেস্টুরেন্টে পাখির মাংস বিক্রি করা হয়, সেক্ষেত্রে সেসব হোটেল/রেস্টুরেন্টের মালিকদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয় ব্যবসায়ীদের জানিয়ে দেন তিনি।
জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর বিভিন্ন ধারায় অভিযান পরিচালনা করে দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীদিনে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।
গত শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সিলেট সিটি কর্পোরেশনের পাঁচ কাউন্সিলর জৈন্তাপুর উপজেলার হরিপুরের একটি রেস্টুরেন্টে নৈশভোজে বন্যপাখির মাংস খেয়ে তার ভিডিও-স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপরই ছবিগুলো ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে সমালোচনার মুখে পড়েছেন সিটি কর্পোরেশনের পাঁচ কাউন্সিলর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd