বালু মহালের রয়্যালটি আদায়কে কেন্দ্র করে ফের তামাবিল সড়ক অবরোধ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

বালু মহালের রয়্যালটি আদায়কে কেন্দ্র করে ফের তামাবিল সড়ক অবরোধ

Manual8 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুরের সারি ও বড়গাঙ বালু মহালের রয়্যালটি আদায় নিয়ে ইজারাদার ও ট্রাক শ্রমিকদের দ্বন্ধের জেরে ফের সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করা হয়েছে।

Manual8 Ad Code

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সড়কের গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়কে রাস্তায় সড়ক অবরোধ করে রেখেছেন ট্রাক শ্রমিকরা। তারা বলছেন, রাতে জৈন্তাপুরের দরবস্তে ইজারাদার ছাত্রলীগ নেতা শাহীনের লোকজন তাদের এক ট্রাক চালককে মারধর করে আহত করেছেন। এজন্য তারা ফের অবরোধ করছেন।

Manual4 Ad Code

এর আগে বেলা দেড়টার দিকে প্রথমে ইজারাদারকে পক্ষের লোকজন উপজেলার দরবস্ত বাজারে বালিভর্তি ট্রাক আটক করেন। এসময় ট্রাক চালক রাস্তার মধ্যখানে ট্রাক এলোপাতাড়ি রেখে চলে যান। পরে আরও কয়েকজন ট্রাক চালকও সড়কে এলোপাতাড়ি ট্রাক রাখেন। এতে সড়কের দুইপাশের গাড়ীর দীর্ঘ লাইন লেগে যায়। বেলা আড়াইটার দিকে ওই এলাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে দরবস্তের ঘটনার খবর পেয়ে সেখান থেকে ৪ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়কে সিলেট-তামাবিল সড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে অবরোধ করেন সেখানকার ট্রাক শ্রমিকরা। এর ফলে ওই এলাকায়ও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হবে।
ফের রাতে চালক মারধরের ঘটনার খবর পেয়ে শ্রমিকরা অবরোধ শুরু করেন। তীব্র শীত আর ঠান্ডা হাওয়ার মাঝে এ অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ গাড়ির লাইন লেগে আছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন রাতে ঘর ফেরা যাত্রী সাধারণ।
রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে। প্রশাসনের কোন কর্মকর্তা কিংবা কোন জনপ্রতিনিধিকে সেখানে দেখা যায়নি। বিক্ষোব্ধ শ্রমিকরা বিভিন্ন শ্লোগানও দিয়ে যাচ্ছেন। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..