সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিদায়ী নিবার্হী কর্মকর্তা নাজমুস সাকিব-কে ক্রেস্ট প্রদান করেন নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, কামরুল হাসান আমিরুল।
মঙ্গলবার বেলা ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবের অফিস কক্ষে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৭ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল ক্রেস্ট প্রদান করেন।
ক্রেস্ট গ্রহণকালে নির্বাহি অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন, গোয়াইনঘাট উপজেলার মধ্যে স্বচ্ছতার নিরিখে দায়িত্বশীল হয়ে কাজ করা একমাত্র ব্যক্তি নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি নিজ কর্মদক্ষতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের উপজেলার ১১৯ টি ঘরের মধ্যে ৮৩ টি ঘর তাঁর ইউনিয়ন পেয়েছে। আরো বলেন নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিটা জনকল্যাণমূলক কাজে দায়িত্বশীল এবং নিবেদিতপ্রাণ।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, আলী হায়দার চৌধুরী ও ওয়ার্ড সদস্য আপ্তাব আলী প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd