সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসমুক্ত হয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক এবং সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) তাঁর দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় গত ২৪ নভেম্বর পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন রিপোর্ট আসে পজেটিভ।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালের অফিসিয়াল ট্রিটমেন্ট গ্রহণ করেন। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শ মতেই মঙ্গলবার বাসায় ফেরেন তিনি।
বর্তমানে শাহ দিদার আলম চৌধুরী নবেল বাসায় আছেন এবং সুস্থ আছেন। দ্রুত আরোগ্য লাভের ক্ষেত্রে সাংবাদিকবৃন্দসহ সিলেটের সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর জন্য দোয়া করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সম্পূর্ণ সুস্থ হতে সকলের দোয়া কামনা করেছেন শাহ দিদার আলম চৌধুরী নবেল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd