সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটে র্যাবের হাতে আটক হওয়া ১৪জন রোহিঙ্গাকে কক্সবাজার ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। এরআগে ৭ রোহিঙ্গা সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে সোমবার (৭ ডিসেম্বর) জবানবন্দি প্রদান করে। জবানবন্দি শেষে বিচারকের নির্দেশে তাদেরকে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে সিলেট ছাড়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
এসময় আদালত মানবপাচারকারী সিলেটের কানাইঘাটের ডোনা রাতাছড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সেলিম আহমদ (৩০) ও কক্সবাজার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ৪নং ক্যাম্পের হামিদ হোসাইনের ছেলে ছাদেককে (২৫) কারাগারে প্রেরণ করেন।
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাদের পাঠানো হয়েছে তারা হলেন, আব্দুর রহমান (৩০), মোঃ সিরাজ (২০), সৈয়দ নুর (১৮), যোবায়ের আহমেদ সৈয়দ (২০), জহুরা বেগম (৩০), মোঃ ইদ্রিছ (১৭), মোঃ জুনাইদ (১০), ইফনুছ (৮), মোঃ মোস্তফা (৪), নুর আয়শা বেগম (৩৫), মফিজুর রহমান (১১), সৈয়দুর রহমান (৯), আজিজুর রহমান (৪),খোশনামা বেগম (১৮)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি বলেন, মানবপাচারকারী ২ সদস্যের মাধ্যমে ১৪ রোহিঙ্গা ভারতে পালিয়ে যাবার কথা ছিলো। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার এসআই বাহার উদ্দিনবাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। এই মামলায় দুজন মানবপাচারকারীকে আদালত কারাগারে পাঠান। এসময় আদালতে ৭জন রোহিঙ্গা সার্বিক তথ্য প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd