সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
সিলেট :: দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিমের বাসায় মাদক সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ফের ৫ দিনের কর্মসূচী ঘোষণা করেছে শাহপরান, বৃহত্তর খাদিম চৌমুহনী, শাহপরান উপশহর আবাসিক এলাকার বাসিন্দারা। বুধবার রাতে শাহপরান উপশহরস্থ একটি বাসায় এক জরুরী সভায় এ কর্মসূচী ঘোষান করা হয়।
বৃহস্পতিবার পুলিশ কমিশনার বরাবরে মাদক সন্ত্রাসী, চাঁদাবাজদের ধরতে এলাকাবাসীর গণস্বাক্ষর সম্বলিত আবেদন দাখিলের মধ্য দিয়ে নতুন কর্মসূচী শুরু হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে, শুক্রবার শাহপরান গেইট পয়েন্ট থেকে খাদিম চৌমুহনী পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ এবং শনি ও রবিবার বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচী। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয় ভবিষ্যতে এ ধরণের ঘটনায় মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
জরুরী সভায় সভাপতিত্ব করেন খাদিমপাড়া ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন আনু। ব্যবসায়ী আব্দুল বাতেন চৌধুরীর নাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাদিম চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, খাদিম চৌমুহনী মসজিদের মুতাওয়াল্লী রাজা মিয়া রাজন, সাবেক মুতাওয়াল্লী জুলুবুর রাজা চৌধুরী, শাহপরান উপশহরের বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ আলী খোকন, সোহেল আহমদ, কাশেম আহমদ, আবু জাফর জাহাঙ্গির, অজিউর রহমান চৌধুরী মিঠু, নেয়ামত আলী, ক্রীড়া সংগঠক সালেহ আহমদ, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম। সভায় আরও উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুস, ফয়সল আহমদ, হেলাল আহমদ, আব্দুস সামাদ, সিরাজ আহমদ, মোতাহির আহমদ, শেখর রঞ্জন দাস প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd