সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
নিজস্ব প্রতিনিধি :: সিলেটের জনপ্রিয় পত্রিকা দৈনিক একাত্তরের কথা’য় সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে মঙ্গলবার (০১ ডিসেম্বর) নগরীর শাহজালাল উপশহরে মানববন্ধন ও ভিডিও বার্তায় একাত্তরের কথা’র সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রদান করায় বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে নিন্দা জানান কানাইঘাট প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, সম্প্রতি একটি মানববন্ধনে ও ভিডিও সাক্ষাতকারে ব্যক্তিগত আক্রমণ করে সাংবাদিকদের চরিত্রহননের চেষ্টা করা হয়েছে। একাত্তরের কথা’র সম্পাদক ও প্রকাশকে জড়িয়ে অশ্লীল, আপত্তিকর ও অশোভন বক্তব্য সমীচীন নয়। যা মুক্ত সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থি বলে আমরা মনে করি। অনাকাঙ্খিত আপত্তিকর এ বক্তব্য পরিহারের দাবি জানান প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd