সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
সিলেট :: সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শেষ হয়েছে। তফসীল ঘোষিত সময় অনুযায়ী রোববার (২৯ নভেম্বর) বিকাল পাঁচটায় এ কার্যক্রম শেষ হয়। শেষের দিন মনোয়ন সংগ্রহ করছেন একরাম হোসেন।
এর আগে গত শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ৩ টা থেকে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম দুই দিন কিছুটা কম থাকলেও শেষ দিন রোববার বিকালে এসে মনোনয়নপত্র সংগ্রহকারী এবং তাদের শুভানুধ্যায়ীদের পাদচারণায় মুখর হয়ে ওঠে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়। উৎসবের আমেজ তৈরি হয় পুরো এলাকায়। মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি চলে নির্বাচনী প্রচারণা। এসময় প্রার্থীদের অনেককে ভোট চাইতে দেখা গেছে।
এদিকে প্রথম ও দ্বিতীয় দিনের মতো শেষ দিনও বিকেল ৩ টা থেকে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর্যন্ত।
রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শমিউল আলমের বরাত দিয়ে সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন- তিন দিনে ২টি প্যানেলভুক্ত এবং ৪০টি একক মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। তবে শেষ দিনের শেষ সময়ে এসে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে তিনি জানান।
ঘোষিত তফসীল অনুযায়ী জানা যায়- সংগৃহীত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত। বুধবার (২ ডিসেম্বর) হবে মনোনয়নপত্র বাছাই এবং বৃহস্পতিবার (৩ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ৬ টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
তফসীল অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর ২০২০ ইং শনিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd