সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের সুরমা গেইট এলাকায় র্যাব অভিযান চালিয়ে ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় গ্রেফতারকৃদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরণের ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার এবং চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চশই গ্রামের মৃত শাহজাহান ফকির মিয়ার ছেলে রেজাউল করিম, গোয়াইনঘাট থানাধীন জাফলং গ্রামের শাহ আলমের ছেলে স্বপন আহমদ ও একই থানাধীন ছৈলাখাল গ্রামের আব্দুল জলিলের মাসুম আহমদ। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে মঙ্গলবার (৩ নভেম্বর) র্যাবের কমান্ডিং অফিসার লেফ্যটান্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ অধিনায়ক মেজর মো. নশওকাতুল মোনায়েম এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd