সিলেটে ডিবির অভিযানে সন্ত্রাসী রুমনসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২০

সিলেটে ডিবির অভিযানে সন্ত্রাসী রুমনসহ গ্রেফতার ২

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)র অভিযানে সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ রুমন আহমদ ওরফে মাহমুদুর রহমান রুমনকে (২৭) গ্রেফতার করা হয়েছে। সে নগরীর পীরমহল্লা বাদামবাগিচা এলাকার মৃত তজম্মুল আলী ওরফে তৈমুছ আলীর ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী নগরীর ফাজিলচিশত এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. বিপ্লবকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, রুমনের বিরুদ্ধে এসএমপি’র এয়ারপোর্ট থানার এফ আই আর নং-১৯/১১৮, তারিখ- ১৯ জুলাই, ২০১৮; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৬৪/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ ও একই থানার এফ আই আর নং-৩৫/২৯৭, তারিখ- ২৯ অক্টো, ২০২০; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলা দুটি রয়েছে।

Manual6 Ad Code

পুলিশ আরো জানায়, রুমন উঠতি বয়সী সন্ত্রাসী চক্রের একজন সক্রিয় সদস্য। বিগত ২/৩ বছর যাবত উক্ত আসামী স্থানীয় কতিপয় কথিত প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। মারামারি, সশস্ত্র মহড়া, নারীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন এবং চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে সে জড়িত। তার ভয়ে এলাকার লোকজন আতঙ্কগ্রস্থ এবং প্রায়শই তার এসব অপকর্মের খবর স্থানীয় পত্র-পত্রিকায়ও প্রকাশিত হয়।

Manual8 Ad Code

সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় অস্ত্র ও মাদক (মদ) সহ তার ব্যাক্তিগত ছবি প্রকাশিত হয়েছে। তাকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকার লোকজন তার অপকর্মের বিভিন্ন তথ্যাদি পুলিশকে প্রদান করতে শুরু করছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..