সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়।
১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে। বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনে উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে পালিত হচ্ছে শোকাবহ এই দিনটি।
কিন্তু দুঃখজনক হলেও সত্য মানবিক নার্সেস সংস্থা (মানস) নামে বিএনপি পন্থী নার্সদের একটি সংগঠন শোহাবহ এই দিনে আনন্দ ভ্রমনের আয়োজন করেছে বান্দরবানে। আনন্দ ভ্রমনের নেতৃত্ব দিচ্ছেন মানসের আহবায়ক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনএ এর সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, যুগ্ম আহবায়ক ফারুক হোসাইন ও এস কে আজাদ প্রমূখ।
এদিকে প্রধানমন্ত্রীর হাতে গড়া বর্তমান নার্সিং প্রফেশনের লোকদের এমন কর্মকান্ডে বিব্রত সাধারণ নার্সরা। তারা মনে করেন, জেল হত্যা দিবসে নার্সদের এমন আচরন জাতীয় চার নেতার সাথে বেইমানি করা ও তাদের অস্বীকার করার শামিল। বঙ্গবন্ধুর আদর্শে গড়া নার্সদের মধ্যে এমন কিছু সংগঠনের কর্মকান্ড সরকারের কাছে নার্সদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এজন্য ধীরে ধীরে নার্সিং পেশার প্রতি সরকারের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। মুখ ফিরিয়ে নিচ্ছে সরকারের উন্নয়ন সংস্থা সমূহ।
হাসপাতালে কর্মরত একজন নার্স বলেন, নার্সদের মধ্যে বিএনপি পন্থী একটি গ্রুপ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মরিয়া হয়ে আছে। সরকারের কাছে নার্সদের ভাবমূর্তি নষ্ট করা এসব নার্সদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, অতিশীঘ্র তাদের কৈফিয়ত তলব করতে হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd