সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
সুনামগঞ্জ প্রকিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) সোনিয়া সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করেন।
সুত্র জানান, ইউএনও সোনিয়া সুলতানা গত শনিবার থেকে মাথাব্যথা, সর্দি, জ্বরে ভুগছিলেন। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তিনি নিজেই নমুনা প্রদান করেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে তার নমুনা পাঠানো হলে মঙ্গলবার রাতে পজিটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন জানান, ইউএনও মঙ্গলবার রাত হতেই উপজেলায় থাকা সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। করোনার মহামারির শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে এ সম্মুখ যোদ্ধা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে উপজেলার অসহায় ও নিম্ম আয়ের মানুষের সরকারী অনুদানসহ খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। শুধু তাই নয় উপজেলার প্রতিটি মানুষের ভাল মন্দে যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে সততার সাথে কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, করোনার ফলাফল পজেটিভ আসলেও তিনি মানসিকভাবে সুস্থ আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd