সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : চতুর্থ বারের মত ত্রাণ বিতরণ করলেন মা-কোম্পানীর প্রতিষ্ঠাতা ও মালিক মোঃ আলী হোসেন সরকার। গতকাল সোমবার নগরীর কালিঘাটে মা-কোম্পানীর প্রধান কার্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। করোনার শুরু থেকে তিনি অসহায়দের মধ্যে বিতরন অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, ধাপে ধাপে ত্রাণ বিতরণের উদ্দেশ্য হলো এখনো পুরো বিশ্বজুড়ে খেটে খাওয়া মানুষগুলো বিভিন্ন দিক থেকে আর্থিক অবস্থা অচল হয়ে আছে। কারণ মহামারি শুরু হওয়ার পর থেকেই শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রত্যেকটি দেশেই অনেক মানুষের চাকরি হারাতে হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে চাকরি আছে কিন্তু অর্ধেক বেতনে। যা দিয়ে মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
তিনি আরো বলেন, মহামারি শুরু হওয়ার পরেই বাংলাদেশ সরকার থেকেও নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে মধ্যম শ্রেণীর মানুষ পর্যন্ত ত্রাণ সহায়তা প্রদান করেছেন। গড়ে ২ মাস ত্রাণ বিতরণের পরিচালনা চলেছিল, তারপর যে বন্ধ হয় তা আজও পর্যন্ত বন্ধই আছে। কিন্তু নিরীহ মানুষগুলা আগে যে অবস্থানে ছিল তার থেকে এখনও আরো বেশি অভাবে ভুগছেন।
সমাজের বিত্তমান যারা আছেন তাদেরকে এদিকে একটু লক্ষ্য রাখতে আহ্বান করেন মা-কোম্পানীর প্রতিষ্ঠাতা ও মালিক মোঃ আলী হোসেন সরকার।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd