সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট শহরতলীর মেজরটিলা, শাহপরাণ, পিরেরবাজার ও বটেশ্বর দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা ও টমটম গাড়ি। ব্যাটারিচালিত এসব ‘টমটম’ চলাচলে নিষিদ্ধ থাকলেও প্রকাশ্যে চলছে সিলেট সদর উপজেলার বিভিন্ন অলিগলিতে। এতে করে বাড়ছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে তীব্র যানজটও।
এদিকে, সদর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার কলোনিগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে রাতভর এসব যানবাহনে চার্জ দেয়া হয়। এতে করে একদিকে যেমন বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে অন্যদিকে বাড়ছে লোডশেডিংও।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নস্থ মেজরটিলা, শাহপরাণ, পিরেরবাজার ও বটেশ্বর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ঘোষিত ‘টমটম’ গুলো। গড়ে তুলা হয়েছে অবৈধ গাড়িগুলোর অবৈধ স্টেশন!
বিশেষ করে শহতলীর অন্যতম ব্যাস্ততম শাহপরাণ (রহ.) বাজার। বাজারের সড়কের দু’পাশে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও টমটম গাড়িগুলো এলোমেলো ভাবেই রাখা হয়ে থাকে। ফলে সারাদিন দীর্ঘ যানঝট লেগেই থাকে এ বাজারে, আছে অবৈধ স্ট্যান্ডও। এদিকে, শহতলীর পিরের বাজারের শাহ সুন্দর (রহ) মাজার রোডের প্রবেশ মূখে অবৈধ ‘টমটম’ ও ব্যাটারি চালিত অটোরিকশার স্টেশন। অনিয়মের পার্কিং আর সড়কের পাশেই স্ট্যান্ড যেন প্রতিদিন তীব্র যানঝটের সৃষ্টি করছে এ বাজারেও। একই দৃশ্য বটেশ্বর বাজারেরও।
আর এসব অবৈধ গাড়িগুলো কাছ থেকে পুলিশের নাম করে মাসিক হারে চাঁদা তুলছেন স্থানীয় কিছু নামধারী ব্যক্তিরা। যদিও এর কিছুই জানেনা পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন টমটম চালকের সাথে আলাপকালে জানা যায়, সিলেট-তামাবিল মাহাসড়কের বটেশ্বর থেকে শাহপরাণ (রহ.) বাজার বা মেজরটিলা পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশা ও টমটম চলাচলে মাসিক ৩ থেকে ৪শ’ টাকা করে চাঁদা দিতে হয়।
এই টাকা কারা নিচ্ছে প্রশ্নের জবাবে তারা জানান, আমাদের কাছ থেকে পুলিশের কথা বলে চাঁদা নেওয়া হয়। তবে, অসাধূ ওই ব্যক্তিগুলো ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছে।
কথা হয় স্থানীয় ব্যবসায়ীদের সাথে। তারা জানান, আমরা বার বার নিষেধ দিলেও এরা (টমটম চালক) কথা শুনে না। উল্টো আমাদেরকেই ধমক দেয় তারা। এদের অনিয়মের কারণে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। প্রশাসনের নিয়মিত অভিযান থাকলে হয়তো আমরা একটু শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারতাম।
এ ব্যাপারে জানতে শাহপরান (রহ.) থানার তদন্ত কেন্দ্র সুরমা গেইট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সারওয়ার ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মাত্র কয়েকদিন হলো দায়িত্ব গ্রহণ করেছি এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে, যখন শুনেছি শিগগরই এসব ব্যাটারি চালিত অটোরিকশা ও টমটম বন্দে অভিযান পরিচালনা করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd