কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেদান আল মুসার মাস্ক বিতরণ

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেদান আল মুসার মাস্ক বিতরণ

Manual8 Ad Code

সিলেট :: মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (৩১ অক্টোবর) দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২০।

Manual1 Ad Code

বর্তমান বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে কমিউনিটি পুলিশিং এর প্রতিটি সদস্য পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার ৩ টা থেকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. জেদান আল মুসা সিলেট করোনাকালীন সময়ে জনসাধারণ যাতে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে সে জন্য সবাইকে সতর্ক থাকার জন্য নগরীর শাহজালাল উপশহর এলাকায় প্রচার প্রচারণা চালান।

এ সময় তিনি রিকশা চালক, সিএনজি অটো রিকশা চালকসহ পথচারীদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরন করেন এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য আহবান জানান। তাঁর আহ্বান ছিলো- ‘আসুন সবাই করোনা সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলি। আতংক নয়, দরকার সতর্কতা ও সচেতনতা।’

মূলত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার প্রয়াসে কমিউনিটি পুলিশিং একটি শক্তিশালী আধুনিক দর্শন বা মতবাদ হিসেবে পরিচিত। বর্তমান বাংলাদেশে সামাজিক, আর্থ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও নিবারণনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং একটি কার্যকরী ও সফল পুলিশিং ব্যবস্থা। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়।

Manual2 Ad Code

এটি একটি দলনিরপেক্ষ ও স্বেচ্ছাসেবী পুলিশিং ব্যবস্থা। এই পুলিশিং ব্যবস্থার মূলনীতি হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পুলিশের কার্যক্রমে সম্পৃক্ত করে পুলিশের কর্মদক্ষতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং সমাজের ভাল মানুষগুলোকে এই ধরণের কার্যক্রমে উৎসাহিত করা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে গতিশীল ও গণমুখী করে গড়ে তোলার অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। মাদক, জুয়া, কিশোর অপরাধ, পারিবারিক কলহ, আর্থিক লেনদেন, জমি-জমা, বখাটেপনা, স্কুল-কলেজে মেয়েদের উত্যক্ত করা, গুজব, বাল্যবিবাহ, যৌতুক, শিশু পাচার, শিশু শ্রম ইত্যাদি অপরাধের বিষয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..