সিলেটে টোকেন বাণিজ্যের হোতা নুরুল বহিস্কার, আবুল বহাল তবিয়তে!

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

সিলেটে টোকেন বাণিজ্যের হোতা নুরুল বহিস্কার, আবুল বহাল তবিয়তে!

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের জেলার সহ-সভাপতি আবুল হোসেন খান ও বৃহত্তর জৈন্তা সিএনজি মালিক সমবায় সমিতির সভাপতি এবং জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য নুরুল হক উরফে টোকেন নুরুলকে টোকেন বাণিজ্যের অভিযোগে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। তবুও কিছুতেই থামছে না টোকেন বাণিজ্য। তাদের এই টোকেন বাণিজ্যের বিরুদ্ধে বৈধ সিএনজি মালিকরা আন্দোলন করেও কোন লাভ হয়নি। অথচ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর কোর্ট পয়েন্টে সরকারের স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ১ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কিন্তু তাদের ঘরের ময়লা দূর না করেই চলছে আন্দোলন। নম্বরবিহীন সি.এন.জি চালিত অটোরিক্সা থেকে মাসে লাখ লাখ টাকা বাণিজ্য একটি চক্র। কিন্তু নেতারা কিছু সুবিধা পাওয়ার আশায় এই বাণিজ্য বন্ধ করতে নারাজ।
তবে জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ জানান, সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন খান ও নুরুলের টোকেন বাণিজ্যের ব্যবসা বন্ধে তাদের নিষেধ দেওয়া হলেও তারা বন্ধ করতে নারাজ। তবে আমরা এই বাণিজ্য বন্ধ করেই ছাড়বো।
কিন্ত নুরুকে বহিস্কার করা হলেও টোকেন বাণিজ্যের মূলহোতা আবুল এখনও বহাল তবিয়তে রয়েছেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনা বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ সহ-সভাপতি মো.সুন্দর আলী খান, আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, কল্যাণ সম্পাদক আব্দুল মান্নান, মৌলভীবাজার লাইন উপপরিষদের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক জালালা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, শাহী ঈদগাহ উপ-পরিষদের সম্পাদক এম. বরকত আলী, হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি মো. মানিক মিয়া, আম্বরখানা উপ-পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বন্দর বাজার লাইন উপ- পরিষদের সভাপতি লিটন আহমদ, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সম্পাদক শিবলী আহমদ, গহরপুর উপ-পরিষদের সহ-সভাপতি ফুলু মিয়া প্রমুখ।
মানবববন্ধনে উত্থাপনের মধ্যে দাবিগুলোর মধ্যে রয়েছে- সিলেট মেট্রোপলিটন এলাকা সহ সিলেটের সকল উপজেলায় চলাচলরত ব্যাটারি চালিত রিক্সা, অটোবাইক, মিশুক, মটরবাইক দ্বারা যাত্রি পরিবহণ বন্ধ ও নিষিদ্ধ, বি.আর.টি.সি বাসের স্টপিজ আম্বরখানা থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে স্থানান্তর এবং নগর এক্সপ্রেস গোয়াইনঘাট উপজেলায় প্রবেশ নিষিদ্ধ, ঢালাওভাবে সি.এন.জি চালিত
অটোরিক্সা বেআইনি বিক্রি বন্ধ এবং রেজিস্ট্রেশন ফি প্রদানকৃত সি.এন.জি চালিত অটোরিক্সার রেজিস্ট্রেশন অনতিবিলম্বে দেওয়া, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিআরটিএ কর্তৃক সকল প্রকার হয়রানি বন্ধ, সিলেট শহর ও মেট্রোপলিটন এলাকার সি.এন.জি চালিত অটোরিক্সা পার্কিং স্থানের ব্যবস্থা সহ সিলেটের বালাগঞ্জ-সুলতানপুর রোড সহ সকল ভাঙা রাস্তা সংস্কারের দাবি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..