সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের ফেঞ্চুগঞ্জে অপহরন ও ধর্ষনের অভিযোগে রতন কর (২১) নামের একজন কে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত রতন মৌলভীবাজার জেলার সদর থানাধীন বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে।
জানা যায়, প্রেমের সূত্র ধরে গত ১২ অক্টোবর সন্ধা সাড়ে সাত ঘটিকার সময় ফেঞ্চুগঞ্জ থানাধীন দক্ষিন আশিঘর এলাকার এক কিশোরী কে অপহরন করে সিলেট শহরে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষনের অভিযোগে ভিকটিম নিজেই ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ করে।অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে আসামী গ্রেফতারের জন্য ফেঞ্চুগঞ্জ থানার একাদিক টিম অভিযানে নামে। ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এর নেতৃত্বে আজ বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে তিন ঘটিকার সময় সিলেট শহরে টুকের বাজার এলাকা থেকে আসামী রতন কে গ্রেফতার করে পুলিশ।এই ঘটনায় ইতিমধ্যে দায়েরকৃত মামলায় আসামী রতন কে আদালতে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, নারী নির্যাতন সংক্রান্তে যেকোন অভিযোগ শুনার সাথে সাথে দ্রুত আসামী গ্রেফতারের জন্য পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে জেলার সকল ইউনিটে কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জে অপহরন ও ধর্ষনের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামী কে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd