সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের এডভোকেট জেবুন নাহার সেলিম উচ্চ বিদ্যালয় ও কোপার বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অফিস সহকারী ও গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে আবেদনকারীদের নিয়োগে অনিয়মের অভিযোগে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। এই নিয়োগ বাতিলসহ অনিয়মে মাধ্যমিক শিক্ষা অফিসারসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) গোয়াইনঘাটের অনিয়ম, দুর্নীতি এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার অরাজনৈতিক সংগঠন গোয়াইনঘাট উন্নয়ন সংসদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রাপ্তির পর তাৎক্ষনিক উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় বিষটির ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের কাছে তাৎক্ষনিক বিষয়টির ব্যাপারে জানতে চান, উপজেলা আইনশৃঙ্খলা, সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
পরে এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা কৃষি অফিসার সুলতান আলীকে প্রদান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন।
এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, ২টি বিদ্যালয়ে শিক্ষক, অফিস সহকারী ও গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে নিয়োগে অনিয়মের ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যানও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd