জৈন্তাপুরে টিপরাখলা সীমান্তে বেন্ডটিস করিমের লাইনের টাকা নিয়ে বুঙ্গাড়ীদের সংঘর্ষ

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

জৈন্তাপুরে টিপরাখলা সীমান্তে বেন্ডটিস করিমের লাইনের টাকা নিয়ে বুঙ্গাড়ীদের সংঘর্ষ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তের রাজা চোরাচালানকারীদের গডফাদার আলোচিত কোটিপতি বেন্ডটিস করিম এর লাইনের বিজিবির চাঁদার টাকা নিয়ে সংঘর্ষে তিন চোরাকারবারি আহত। রোববার সন্ধ্যায় উপজেলার টিপরাখলা সীমান্তে বিজিবির চাঁদার টাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, টিপরাখলা সীমান্তে চোরাচালান পাচার কালে বিজিবির লাইনম‍্যান বেন্ডটিস করিমকে টাকা দেওয়া নিয়ে চোরাকারবারী শাহিন আহমদ ও চোরাকারবারী কাশেম মিয়া এবং নূর আলমদের মধ্যে টাকার পরিমান নিয়ে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের মধ্যে বড় ধরণের সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে বেন্ডটিস করিম ও তার লোক টিপরাখলা সীমান্তের দায়িত্বরত লাইনম্যান যশপুর গ্রামের মৃত‍ জনূ মিয়ার ছেলে বিলাল মিয়া ঘটনা স্থলে ছুটে যান এবং তাদের সংঘর্ষ বন্ধ করেন। এতে তারা তিনজনই আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন করিম। পরে বিষয়টি জানা জানি ও মামলার ভয়ে আহতদের অন্যত্র সরিয়ে নেন। সংবাদ কর্মীরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজে পায়নি। করিম তাদের সরিয়ে নিয়ে আত্মগোপনে রেখে চিকিৎসা করছেন।

চোরাচালানকারীদের গডফাদার বেন্ডটিস করিম এই বিষয়টি গোপনে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু স্থানীয় প্রশাসন এত কিছুর পরও নিরব ভূমিকা পালন করছেন। নিচ্ছে না করিমের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা। তবে ১৯বিজিবির সদস্যরা খবর পেয়ে টিপরাখলা নামক সীমান্তে ছুটে যান। বেন্ডটিস করিম তিনি নিজে বিষয়টি সমাধানের কথা বলে বিজিবিকে ফিরিয়ে দেন। বর্তমানের বেন্ডটিস করিম বিষটি সালিশের মাধ্যমে আপোষ মিমাংশার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

Manual6 Ad Code

ঘিলাতৈল, টিপরাখলা সীমান্ত দিয়ে গভীর রাতে দেশে প্রবেশ করছে ভারতীয় গরু ও মাদকের বড় চালান। আর এই দুই সীমান্তে দায়িত্বে রয়েছেন বেন্ডটিস করিম এর লাইনম্যান যশপুর গ্রামের মৃত‍ জনূ মিয়ার ছেলে বিলাল মিয়া। তাদের পাহরায় নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মনসুর মেম্বার, চোরাকারবারী শাহিন আহমদ ও চোরাকারবারী কাশেম মিয়া এবং নূর আলমসহ আরও শীর্ষ চোরাকারবারীদের বড় বড় গরুর চালান দেশে আসছে। সাথে রয়েছে মাদকের চালান। মটরশুঁটির বদলে ভারতে যাচ্ছে দেশী সুপারী। বেন্ডটিস করিম কিন্ত রাজার বেশে তার রাজত্ব চালিয়ে যাচ্ছে। সে কোন কিছুর পরোয়া করছে না। সীমান্ত এলাকায় বেন্ডটিস করিম ত্রাসের রামরাজত্ব কায়েম করছে।

Manual7 Ad Code

বেন্ডটিস করিমের এত খুঁটির জোর কোথায়? কোন দালাল সাংবাদিক তার পিছনে রয়েছে। আসছে বিস্তারিত

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..