সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিকাশের টাকা তোলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর বাজারে এক কলেজছাত্রীকে খুঁটিতে বেঁধে রেখে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত বিকাশ এজেন্ট মালিক আশিকুর রহমান সোহানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে মল্লিকপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল উদ্দীন সরদার।
গ্রেপ্তারকৃত আশিকুর রহমান সোহান চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে ওসি বাবুল উদ্দীন সরদার জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের টাকা তোলা নিয়ে এজেন্ট সোহানের সাথে ওই কলেজছাত্রীর ঝামেলা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী বিকাশের দোকান থেকে চলে যাচ্ছিলো। সোহান ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে ধরে নিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ সময় বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গতকাল শুক্রবার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় নাচোল থানায় শিক্ষার্থী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd