সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের শহরতলীর টুকের বাজারে তেমুখী মাছের আড়তে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অনন্ত: ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। এ ঘটনায় ২৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫শ’ জনকে আসামী করে পুলিশ এ্যাসল্ট মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টুকেরবাজার মৎস্য আড়তের ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে স্থানীয় সাহেবের গাওর সিরাজুল হক ও আকমল হোসেনের লোকজনদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে ব্যবসায়ীদের সাথে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত রমজান মাসে স্থানীয় লোকজন রাস্তার মধ্যখানে বাঁশ দিয়ে মাছের আড়তে ট্রাক প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বুধবার রাতে রাস্তার উপর পিলার দিয়ে তারা রাস্তা বন্ধ করে দেন। বৃহস্পতিবার সকালে বাজারে মাছ নিয়ে দুটি ট্রাক এলে ব্যবসায়ী ও শ্রমিকরা পিলার তুলে দিয়ে ট্রাক ঢুকাতে চান। তখন তাদের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এক পযায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।
এ ব্যপারে জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ বলেন, রাস্তা সংক্রান্ত বিরোধ নিয়ে টুকেরবাজার মৎস্য আড়তের ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় সংঘর্ষে জড়িত দু’পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd